ইব্রাহীম খান : বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে চাঁদপুরে র্যালি ও আলোচনা সভা বৃহস্পতিবার (২০ জুন) চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্ব পূূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হন।
আলোচনা সভায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল-মাহমুদ জামানের সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলি, মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনেসপেক্টর মুজিবর রহমান, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ, পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক আবু খালেদ মোঃ ছাইফ উল্লাহ, ডা. গোলাম কায়সার হিমেল, মুক্তিযোদ্ধা মুজিবর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতি বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, তামাকমুক্ত দিবসের গুরুত্ব অনেক। সারা বিশ্বব্যাপি এই দিবসটি পালিত হয়। এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। পাশাপাশি অন্যকেও সচেতন করতে হবে। সামনে থেকে আইন অনুযায়ী তামাকমুক্ত রাখার জন্য অভিযান পরিচালনা করা হবে।