স্টাফ রিপোর্টার : চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল ২৮ মে মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মঈনুল হাসান।
সভায় চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ,এইচ,এম,রাসেদের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শফি উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউচার আহমেদ,জেলা স্কাউটের সহকারি পরিচালক দয়াময় হালদার,সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক প্রমুখ। এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত নেয় হয় প্রতিবারের মতো এ বছরেও বাংলাদেশে এ দিবসটি যথাযথ গুরুত্বের সাথে স্থানীয় ও জাতীয় পর্যায়ে উদযাপিত হবে। এ বছর পবিত্র ঈদ-উল- ফিতর ৫ জুন হওয়ার সম্ভাবনা থাকায় ২০ জুন ২০১৯ বিশ^ পরিবেশ দিবস সিদ্ধান্ত হয়েছে।
এ উপলক্ষে আগামী ১৪ জুন ২০১৯ তারিখে জেলা শিশু একাডেমীতে তিনটি গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ২০ জুন সকাল সাড়ে ৯ টায় সার্কিট হাউজ প্রাঙ্গণে এক র্যালী শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত হবে।র্যালী শেষে আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
সভায় পরিবেশ বিষয়ক ভিডিও ডকুমেন্টরী প্রদর্শন করা হবে। এছাড়াও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।