চাঁদপুরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

চাঁদপুর খবর রির্পোট : ‘হ্যাঁ! আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যয় চাঁদপুরেও বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় সম্মুখ থেকে দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

পরে সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন। বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলার সাবেক সিভিল সার্জন ডাঃ ফারুক ভুঁইয়া।

এ সময় সদর উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্থা ডাঃ মোহাম্মদ বেলায়েত হোসেন, যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জেলা ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা, ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. জিয়াউর রহমানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম খবর