চাঁদপুর খবর রির্পোট: বাংলাদেশ নৃত্যশিল্পী সংন্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে ৭ম বয়স ও বিষয় ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগিতা -২০২২ চাঁদপুর জেলা পযার্য় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৪সেপ্টেম্বর (বুধবার) চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, চাঁদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, চাঁদপুর চতুরঙ্গের মহাসচিব হারুন-অর রশিদ, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে ৭ম বয়স ও বিষয় ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগিতা -২০২২ জেলা পযার্য়ে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদানন করেন প্রধান অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলসহ অন্যান্যরা।