বৈরী আবহাওয়ার মধ্যে মসজিদে মসজিদে চাঁদপুর জেলার সর্বত্র মুসলমানদের ধর্মীয় প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুঠিত হয়েছে। অনুকুল পরিবেশ বিদ্যমান না থাকায় এবার অধিকাংশ ঈদগাহ ময়দানের পরবির্তে পাশ্ববর্তি মসজিদগুলোতে ঈদের নামাজ আদায় করতে হয়েছে।
শনিবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টায় প্রথম ঈদের নামাজ পৌর ঈদগাহ ময়দানের পরিবর্তে চৌধুরী জামে মসজিদে অনুষ্ঠিত হয় । সেখানে জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদসহ রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা নামাজ আদায় করেন।
সকাল সাড়ে আটটা হতে দশটা পর্যন্তক চাঁদপুর সরকরি কলেজ মাঠের পরিবর্তে কলেজ মসজিদে, আউটার স্টেডিয়ামের পরিবর্তে মুন্সিবাড়ি মসজিদ ও এলাহী মসজিদ এবং বাসষ্টেশন গৌর-এ গরীবা জামে মসজিদ, চিশতিয়া জামে মসজিদ, বড় স্টেশন মোলহেড, পুরানবাজার মধুসূদন হাই স্কুল মাঠের পরিবর্তে ঐতিহাসিক পুরাণবাজার জামে মসজিদ, জাফরাবাদ, এমদাদীয়া মাদ্রাসা মাঠসহ অন্যান্য স্থানে ঈদের প্রধান প্রধান জামাত অনু্ষ্ঠিত হয়েছে।
চাঁদপুর পৌরসভা শহরের অধিকাংশ ঈদ জামাতের আয়োজন করেন। পুরানবাজার ঐতিহাসিক বড় মসজিদে ঈদের নামাজ পড়ান ভারপ্রাপ্ত ঈমাম হাফেজ মাওলারা কবির আহমেদ।
প্রতিটি ঈদের জামাতে এলাকাভিত্তিক হাজার হাজার মুসল্লীর সমাগম হয়। দোয়া ও মোনাজাতে দেশ ও জনগণের শান্তি, উন্নতি ও অগ্রগতি এবং প্রত্যেক মৃত মুসলমান নর-নারী ও পরস্পর সবার জন্য দোয়া করা হয়। নামাজ আদায়ের পর একে অপরের সাথে আলিঙ্গন করে সব বয়সীরা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।