স্টাফ রিপোর্টার : ১৩ মে সকাল ১১ ঘটিকার সময় পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে,পবিএ রমজান ও আসন্ন ঈদ-উল- ফিতর উপলক্ষে, টাকা, আনা ও নেওয়া এবং ছুটি কালীন ব্যাংকের নিরাপর্তা বিষয় নিয়ে চাঁদপুর সদরের সকল ব্যাংক কর্মকর্তাদের সাথে পুলিশ প্রশাসনের এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার জনাব জিহাদুল কবির বিপিএম, পিপিএম, এর সভাপ্রধানে উক্ত সভায় উপস্হিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল), সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল), সহকারি পুলিশ সুপার (হেড কোয়াটার) নাসিম উদ্দিন, অফিসার ইনচার্জ, চাঁদপুর মডেল থানা, ওসি ডিবি ,
ডিআইও-১, ডিআইও-২ নতুন বাজার ও পুরান বাজার ফাঁড়ির অফিসার ইনচার্জগণ, পুলিশ লানের আরআই, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক, সুফী খায়রুল আলম খোকন, জেলা কমিউনিটি পুলিশিং অফিসার(পুলিশ সুপার অফিস) এসআই বকুল বড়ুয়া।
চাঁদপুরের সকল ব্যাংকের ব্যবস্হাপক ও উপ সহকারি ব্যবস্হাপকগন উক্ত সভায় উপস্হিত ছিলেন।