আজ বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী : চাঁদপুরে ব্যাপক কর্মসূচি গ্রহণ

প্রেস বিজ্ঞপ্তি : আজ শনিবার ১ সেপ্টেম্বর ২০১৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন।

স্বাধীনতার পর দেশের বৃহৎ এ দলটি পাঁচবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়। ২০০৭ সালে ওয়ান ইলেভেনের সরকারের সময় দলটিতে বড় বিপর্যয় নেমে আসে। সে ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারছে না দলটি। এমনি পরিস্থিতিতে আজ দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী।

আজ ১ সেপ্টেম্বর ২০১৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি হচ্ছে : আজ শনিবার ১ সেপ্টেম্বর ২০১৮ সকাল ৭টায় বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সারাদিনব্যাপি দলীয় কার্যালয়ে দেশাত্মবোধক গান পরিবেশন এবং বিকেল ৩-৩০ মিনিটে দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠানসহ আলোচনা সভা।

উক্ত কর্মসূচিতে বিএনপি ও বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মী-সমর্থক ও সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

একই রকম খবর

Leave a Comment