চাঁদপুরে ব্রাক ব্যাংকের কর্মকর্তাসহ সাত জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার : জামিনদারের সম্পত্তি আইন বহির্ভূতভাবে নিলামে বিক্রি করায় চাঁদপুরে ব্রাক ব্যাংকের কর্মকর্তাসহ সাত জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বালিয়া ইউনিয়নের ইউসুফ আলী মাঝি বাদী হয়ে যুগ্ম জেলা জজ ১ম আদালতে মামলাটি দায়ের করেন। যার মামলা নাম্বার ৩৩/২০১৮।
জানা যায়, বালিয়া ইউনিয়নের নুরু মিয়া মাঝির ছেলে ইউসুফ আলী মাঝি ২০০০সালে রঘুনাথপুর বাজার এলাকায় মোফাজ্জল হোসেন নান্নু খানের কাছ থেকে ৫১ শতাংশ সম্পত্তি ক্রয় করে।

সেই সম্পত্তি উপর মালিক ইউসুফ আলী মাঝি একতা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি তৈরি করে ব্যবসা শুরু করেন। সেই বিস্কুট ফ্যাক্টরি ২০০৮ সালে আজিজ তালুকদার বাবুর কাছে পাঁচ বছরের চুক্তিতে ভাড়া দেয়। মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় চার বছরে প্রতি মাসে ১০ হাজার ৫০০ টাকায় চুক্তিতে ভাড়া দেয়।

২০১৫ সালের জানুয়ারি মাসে ঢালী ঘাট বাজারের রাজ্জাক এন্টারপ্রাইজের মালিক বোরহান ব্র্যাক ব্যাংকের কাছ থেকে১০ লক্ষ টাকা লোন নেয়। সে সময় বোরহান কৌশলে তার শুভাকাঙ্ক্ষী অসহায় ইউসুফ আলী মাঝিকে ব্র্যাক ব্যাংকে জাবিনদার বানিয়ে তার সম্পত্তির ১৩ শতাংশ জায়গার দলিল রেখে ১০ লক্ষ টাকা উত্তোলন করেন।ব্যাংকের টাকা পরিশোধ না করে প্রতারক বোরহান তালবাহানা শুরু করে।

ব্রাক ব্যাংক টাকা না পেয়ে কোন ধরনের অর্থ ঋণ মামলা না করেই গোপনে জামিনদার ইউসুফ আলী মাঝির একতা বিস্কিট ফ্যাক্টরির সম্পত্তি নিলামে বিক্রি করেন। পূর্ব শ্রীরামদির আমির হোসেন ঢালী ছেলে সাইদুর রহমান আরিফ ১৬ লক্ষ টাকার বিনিময়ে একতা বিস্কিট এন্ড ফ্যাক্টরি সহ সম্পত্তি ক্রয় করে।

ব্রাক ব্যাংক জালিয়াতি করে ঋণ গ্রহীতার কাছ থেকে টাকা উত্তোলন না করে তার বিরুদ্ধে কোন ধরনের আইনি ব্যবস্থা না গ্রহণ করে গোপনে জাবিনদারের সম্পত্তি বিক্রি করে দেয়। এই ঘটনা জানতে পেরে সম্পত্তির মালিক ইউসুফ আলী মাঝি বাদী হয়ে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও জেলা সাব রেজিস্ট্রার সহ ৭জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

ইউসুফ আলী মাঝি জানায়, নিজের ক্রয় কৃত সম্পত্তি অন্যায় ভাবে ব্র্যাক ব্যাংক গোপনে আরিফ ডালির কাছে বিক্রি করে ফেলে। ব্যাংক কর্মকর্তা ঋণ গ্রহীতার কাছ থেকে টাকা উত্তোলন না করে ও অর্থ ঋণ মামলা না করেই বেআইনিভাবে এই সম্পত্তি বিক্রি করেছে। এছাড়া ভাড়াটিয়া নান্নু ভাইয়ের কাছ থেকে প্রতি মাসে ভাড়া জোরপূর্বক তুলে নেয় সাইদুর রহমান আরিফ ঢালী।

ভাড়ার টাকা না পাওয়ায় এই ঘটনায় আইজিপি কার্যালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে একটি অভিযোগ দায়ের করা হয়।
এই সম্পত্তি হারিয়ে এখন আমি নিঃস্ব হয়েছি। যারা অসহায়ের সুযোগ নিয়ে এ ঘটনাটি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাই।

একই রকম খবর