নিজস্ব প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী কতৃক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিমান প্রকল্পের দ্বিতীয় ইউনিটের প্রথম কংক্রিট ঢালাই উদ্বোধন উপলক্ষে বিটিভি থেকে সম্প্রচারিত অনুষ্ঠান চাঁদপুরে বড় পদায় প্রচার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা তথ্য অফিসের আয়োজনে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিটিভি থেকে সম্প্রচারিত অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে বড় পদায় প্রচার হয়।
এতে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো:মাজেদুর রহমান খান। বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোহাম্মদ শওকত ওসমান।
আরো উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক, চাঁদপুর প্রেসক্লাবে সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ,শিক্ষার্থীবৃন্দ।