চাঁদপুর খবর রির্পোট ; ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অধীনে চাঁদপুর জেলা প্রশাসন ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর যৌথ আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের ৫ হাজার ২’শ ৪৮তম শুভ আবির্ভাব তিথি শ্রী শ্রী জন্মষ্টামী ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি বলেন, প্রকৃত ইসলাম ধর্ম যার মধ্যে রয়েছে সে কখনোই অন্য ধর্মের বিরোধিতা করেনা। আমরা সবাই মিলে চেষ্টা করি ধর্মের অপব্যাখ্যা গুলো যাতে প্রচলন না হয়। আপনি হিন্দু আমি মুসলমান এটি কোন বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা বাংলাদেশী। কিছু সুযোগ সন্ধানী মানুষ আছে সমাজে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। আমরা সবাই সে বিষয়ে সচেতন থাকবো।
তিনি আরো বলেন, আমাদের ধর্মীয় বিষয়ে সহনশীলতার জায়গাটা আরো মজবুত করতে হবে। প্রতিটি মানুষের মধ্যে বিনয়ী হওয়ার বিষয়টি যদি সব সময় থাকে তাহলে সমাজে বিশৃঙ্খলা কখনই দেখতে হবে না। আমার একটি মেসেজ হচ্ছে, যে মানুষ যেই সম্পর্কে জানেনা, সে যাতে সেটা বিষয় নিয়ে সমালোচনা না করে। আপনারা যদি গভীরভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন সব ধর্মে বলা আছে মানুষের উপকার করা। কোন ধর্মেই সমাজে অশান্তি সৃষ্টির কথা আসেনি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), বাংলাদেশ আওয়ামী চাঁদপুর জেলা শাখার সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, এনএসআই ডিডি শাহ আরমান আহমেদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি শ্রী সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সভাপতি শ্রী বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্রী রণঞ্জিৎ রায় চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী তমাল কুমার ঘোষ, চাঁদপুর ইসকন এর সভাপতি শ্রীমান জগদানন্দ পন্ডিত দাস ব্রাক্ষ্মচারী।
হিন্দুধর্মীয় কল্যান ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক শ্রী মিন্টু কুমার ভদ্র অর্ঘ্যের সঞ্চালনায় অন্যান্য মধ্যে আরো বক্তব্য রাখেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী গোপাল চন্দ্র সাহা, চাঁদপুর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরেশ চন্দ্র মালাকার।
অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক শ্রীমতি দীপ্তি রানী দাস ও শিক্ষার্থীদের অভিভাবক শ্রীবাস দাস।
অনুষ্ঠান শেষের সমবেত প্রার্থনা পাঠ করেন স্বপ্ন দত্ত।