চাঁদপুরে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান

স্টাফ রিপোর্টার : চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৪০ আসন করে দুই বিদ্যালয়ে ৪৮০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ২হাজার ৬শ’ ৬৭জন শিক্ষার্থী। তবে দুই বিদ্যালয়ে ভর্তি ফরম বিক্রি হয়েছে ২হাজার ৮শ’ ২৫টি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ডে ও মর্নিং শিফটে দু’টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

হাসান আলী উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজে। এই দু’টি কেন্দ্রে ডে শিফটের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৪৬৫জন এবং মর্নিং শিফটে অংশ নেয় ৫৪৭জন। মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় মাতৃপীঠ স্কুলে ও হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

এই বিদ্যালয়ে ডে শিফটে অংশ নেয় ৭২১জন এবং মর্নিং শিফটে অংশ গ্রহন করে ৯৩৪জন। দু’টি বিদ্যালয়ের ভর্তি ফরম ২হাজার ৮শ’ ২৫টি বিক্রি হলেও পরীক্ষা অংশগ্রহন করেনি ১৫৮জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষাচলাকালীন সময়ে হাসান সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দাউদ হোসেন চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন উপস্থিত ছিলেন।

অপরদিকে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমাসহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। ৪টি কেন্দ্রেই সু-শৃঙ্খলার মধ্যে এবং সুন্দর পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। তবে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের অভিভাবকদের ভীড় ছিলো কেন্দ্রগুলোর সামনে।

পরীক্ষা শেষ হওয়ার পর শহীদ মুক্তিযোদ্ধা সড়ক ও মরহুম আব্দুল করিম পাটওয়ারী সড়কে কিছুটা জানজটের সৃষ্টি হলেও কিছুক্ষন পরে আবার স্বাভাবিক হয়ে যায়। বিদ্যালয়গুলো সূত্রে জানাগেছে, গতকাল রাতের মধ্যে ফলাফল প্রকাশ হতে পারে । তবে বিদ্যালয়গুলোর নোটিশ বোর্ডে আজ শুক্রবার সকালে সাঁটানো হবে।

একই রকম খবর