স্টাফ রিপোর্টার : চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লা আল-মাহমুদ জামান এর নেতৃত্বে চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশন এলাকার তারাবুনিয়া মেডিকেল হল সংলগ্ন মোহাম্মদ আলীর দোকান থেকে ১মণ ওজনের ১৮পিছ বরফ জব্দ করা হয়।
অবৈধ ভাবে বরফ মজুদ করে রাখা দোকানের মালিক হচ্ছেন, শহরের উত্তর শ্রীরামদী জামতলা এলাকার মোহাম্মদ আলী বেপারী।
চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার (১৩ অক্টোবর) রাত ৯টায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লা আল-মাহমুদ জামান ও নির্বহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। অভিযানের সময় চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক কমল চন্দ্রসহ নৌ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় সদর উপজেলার নদীর পশ্চিম পাড়ের তারাবুনিয়া এলাকার বাসিন্দা শহরের উত্তর শ্রীরামদী জামতলা এলাকার দোকান মালিক মোহাম্মদ আলীকে বরফ জব্দ করার সময় না পেয়ে তার দোকান সিগগালা করেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লা আল-মাহমুদ জামান।
শহরের বড় স্টেশন, কোর্ট স্টেশন, যমুনা রোড, টিলা বাড়ি, মাদ্রাসার রোডসহ বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে বিভিন্ন স্থান থেকে বরফ এনে মজুদ করে রাখা হয়। সে বরফ পদ্মা-মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন করা পর অবৈধ ব্যবসায়ীরা নিধনকৃত মা ইলিশ বরফ জাত করে জেলার বিভিন্ন স্থানে ও চাঁদপুরের বাহিরে পাচার করে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এসব মা ইলিশ নিধন করার পর বরফ জাত করার জন্য যে সব বরফ সরবারহ করা হয় সে বরফ বিক্রির কাজে রয়েছেন শহরের উত্তর শ্রীরামদী জামতলা এলাকার মোহাম্মদ আলী বেপারী।