স্টাফ রিপোর্টার : চাঁদপুর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে গোপন সংবাদের শহরের ক্লাব রোড ও আশিকাটি ইউনিয়নে অভিযান চালায় পুলিশ।
মডেল থানার এসআই ইলিয়াস শহরের ক্লাব রোডে অভিযান চালিয়ে দশ পিস ইয়াবাসহ সাগর মোল্লা (২৫) কে আটক করে।
এছাড়া মডেল থানার এসআই হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আশিকাটি ইউনিয়নের বডুরবাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট বিল্লাল পাটোয়ারী(২৯) ও রহিম গাজী (২৭)কে ৪৫ পিস ইয়াবাসহ আটক করে।
পুলিশ জানায়, তাহার বিরুদ্ধে ইতিপূর্বে ও মাদক মামলা রয়েছে। তারা এলাকায় ইয়াবার স্বর্গরাজ্য গড়ে তুলেছে। এর পূর্বে তার বেশ কয়েকবার আটক হয়ে জেল হাজতে গিয়েছে। আটকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।