গাজী মোঃ ইমাম হাসান : চাঁদপুরে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে মশক নিধন ও মশাবাহিত রোগ প্রতিরোধকল্পে আগাম প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় সদর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্য চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান বলেন, মশা নিধনের জন্য পগার মিশিন ক্রয় করা হবে। সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্যে মাইকিং, লিফলেট ও সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ সময় বক্তরা বলেন, ডেঙ্গু নিধনের জন্য সবাইকে একত্রিত হয়ে স্বস্ব ইউনিয়ন পরিষদের পল্লী চিকিৎসকদেরকে সাথে নিয়ে কাজ করতে হবে। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। বিভিন্ন স্থানের ডোবা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ইমরান হোসেন সজীব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী,
মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা পলিন, সনাকের সভাপতি মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুব পাটওয়ারী, উপজেলা আনসার ভিডিফির সদস্য, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান কাশেম খান, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কো অডিনেটর মকবুল আহম্মেদ প্রমুখ।
এ সময় স্থানীয় সরকার বিভাগ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।