স্টাফ রিপোর্টার : চাঁদপুর চষে বেড়াচ্ছেন ১৪ বিসিএস কর্মকর্তা। যারা প্রত্যেকে ৩৬ তম বিসিএস ক্যাডার। ১ জুলাই সোমবার এই বিসিএস কর্মকর্তাদের সাথে চাঁদপুর সদর মডেল থানায় দেখা হয়।
সেই সূত্রে তথ্য নিয়ে জানা যায়, পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ায় ৬৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সংযুক্তি কার্যক্রম শুরু হয়েছে। যার জেলা সংযুক্তি ৩০ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত মোট ৩ সপ্তাহব্যাপী হবে। এতে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীরা ৩০ জুন থেকে ৪ জুলাইয়ের ১ম সপ্তাহে সংশ্লিষ্ট জেলা প্রশাসনে সংযুক্ত থেকে নির্ধারিত কাজ করবেন। পরে সংশ্লিষ্ট মডিউল পরিচালকের নিকট একক প্রতিবেদন দাখিল করবেন।
তথ্যে আরো জানা যায়, প্রশিক্ষণার্থীরা ২য় সপ্তাহের ৭ থেকে ১১ জুলাই জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত উপজেলায় এবং শেষ সপ্তাহের ১৪ জুলাই থেকে ১৮ জুলাই পুনরায় জেলা প্রশাসনে সংযুক্ত থাকবেন। এরা এই ৩ সপ্তাহে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে বিভিন্ন কার্যক্রমে অংশ নিবেন।
এদিকে খবর নিয়ে জানা যায়, চাঁদপুরে ৪ ক্যটাগরিতে (প্রশাসন) সহকারী কমিশনার জাহান সরকার, মোঃ ইবনে আল জায়েদ হোসেন, মোঃ মারুফ হাসান, (পুলিশ) সহকারী পুলিশ সুপার মোঃ জাহিদ আহসান, মোঃ মোর্শেদুল হাসান, মোঃ ফয়েজ ইকবাল, (তথ্য) মোঃ মনিরুজ্জামান, (কৃষি) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপু আহমেদ, তরম্নন কুমার বালা, মোঃ সাকলাইন হোসেন, হোসনেয়ারা খাতুন, মোঃ রাকিবুল হাসান, জি. এম. অলিউল ইসলাম ও মোঃ মাহবুবুল আলম বসুনিয়া সহ মোট ১৪ জন এ প্রশিক্ষণে অংশ নিতে এসেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা সূত্রে জানা যায়, এই প্রশিক্ষণার্থীরা ৩০ জুন রবিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলেন।
১ জুলাই সোমবার পুলিশ সুপারের কার্যালয় ও চাঁদপুর সদর মডেল থানায় অফিসিয়াল কার্যক্রম ও উদঘাটনমূলক দর্শন করেন।
২ জুলাই মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসে এবং দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পৌর ভূমি অফিসে ও একই ভাবে ৩ জুলাই মঙ্গলবার সকালে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড ও বিকালে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় ও অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ,
৪ জুলাই বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,দুপুরে জেলা প্রাণী সম্পদ অফিস,যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা সমবায় অফিস, ১৪ জুলাই রবিবার সকালে জেলা মৎস অফিস ও দুপুরে জেলা মৎস গবেষণা ইনসটিটিউট, ১৫ জুলাই সকালে সিভিল সার্জন অফিস,মেডিকেল কলেজ ও পরিবার পরিকল্পনা অফিস এবং বিকালে জেলা শিক্ষা অফিস,জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও এনজিও ব্রাক অফিস, ১৬ জুলাই মঙ্গলবার সকালে জেলা পরিষদ ও বিকালে চাঁদপুর পৌরসভা,
১৭ জুলাই বুধবার সকালে জেলা সমাজসেবা অফিস, দুপুরে সড়ক ও জনপথ এর নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকারের নির্বাহী প্রকৌশলী,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অফিস সংযুক্তি ও উদঘাটনমূলক দর্শন করবেন। পরে ১৮ জুলাই বৃহস্পতিবার সারাদিন জেলা প্রশাসকের কার্যালয়ে কোর্স মূল্যায়ন এবং ছাড়পত্র প্রদান করা হবে। এ বিষয়ে প্রশিক্ষণার্থীদের সমন্বয়কারী ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জামাল হোসেন জানান, ৭ জেলার অংশ হিসেবে চাঁদপুরেও ১৪ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা এসেছেন।
এরা ৩ সপ্তাহ এখানে থেকে জেলা প্রশাসকের কার্যাবলী, জেলা অফিসসমূহ, সিটিজেন চার্টার, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, সেবা প্রদান পদ্ধতি, জেলা উন্নয়ন সমন্বয় পদ্ধতি, উপজেলা উন্নয়ন সমন্বয় পদ্ধতি, স্থানীয় সরকারের কার্যাবলী, এনজিও কার্যক্রম সমূহ দর্শন করে এর অসুবিধা শিখতে হবে।
তিনি আরো জানান, জেলা মূল্যায়ন কমিটি তাদের প্রতিবেদন এবং উপস্থাপনার ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের ৪০ নম্বরের মধ্যে মূল্যায়ন করবে।এর সাথে জেলা প্রশাসক আলাদাভাবে প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলাবোধ, আচার-আচরণ, সময়ানুবর্তিতা ও চারিত্রিক গুণাবলী বিবেচনা করে প্রত্যেককে ১০ নম্বরের মধ্যে মূল্যায়ন করবে। তবে কেউ যদি নির্ধারিত সময়ে সংযুক্তিতে অংশ না নেয় বা অনুপস্থিত থাকে বা অংশ নিয়ে নির্ধারিত সময়ের পূর্বে সংযুক্ত এলাকা ত্যাগ করে তাহলে তিনি অকৃতকার্য হবেন এবং এমন অসদাচরণের জন্য তার বিরুদ্ধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরো জানান, প্রশিক্ষণার্থীরা মাঠ সংযুক্তির সময়ের জন্য আরডিএ বগুড়া থেকে দৈনিক ৮’শ টাকা হারে এবং কোর্স প্রশাসন অনুমোদিত ভ্রমণ বিবরণীর মাধ্যমে নিজ দপ্তর থেকে পরে যাতায়াত ভাতা উত্তোলন করবে।