ইব্রাহিম খান : চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জাহেদ পারভেজ চৌধরীর নেতৃত্বে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীর বাসায় অভিযান চালিয়ে আসামী শাখাওয়াত হোসেন মাসুমকে (৪০) আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
রোবার (২১ জুলাই) দুপুরে মূখার্জী ঘাট এলাকার মৃত : ছৈয়দ আহমেদ চৌধুরী ছেলে মাসুমের বাসায় এই অভিযান চালায় পুলিশ।
এসময় জাহেদ পারভেজ চৌধুরী জানায়, আসামী মাসুম জিআর ৪৯/১৯ মাদক মামলার অন্তভূক্ত। সে দীর্ঘ দিন যাবত মামলায় নিয়মিত হাজিরা না দেয়ায় বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক আসামীর বাসার মালামাল জব্দ করতে আসেন। এমন সময় আসামী বাসায় হাজির হলে তাকে গ্রেফতার করা হয় এবং মালামাল জব্দ থেকে বিরত থাকে।
এ সময় উপস্থিত ছিলেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসিম উদ্দিন,ওসি ( তদন্ত) মো: হারুনুর রশিদ,ওসি ( অপারেশন) আব্দুর রবসহ সঙ্গীয় ফোর্স।