চাঁদপুরে মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে কর্মশালা

ইব্রাহিম খান : চাঁদপুরে মাধ্যমিক বিদ্যালয় সমূহে পিবিএম কার্যক্রম জোরদার করণের লক্ষে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২ মে বৃহস্পতিবার সকালে চাঁদপুর গনি মডেল উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলোয়ার হোসেন।

তিনি বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নানা মূখি প্রদক্ষেপ নিচ্ছে। এই কার্যক্রম বাস্তবায়নে আমরা যারা বিভিন্ন দায়িত্বে রয়েছি আমাদেরকেও আন্তরিক ভাবে কাজ করে যেতে হবে। তাহলেই শিক্ষার প্রসার ঘটবে।

চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফি উদ্দিনের সভাপতিত্বে ও জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মাসুদুল আলম ভূইয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কায়সার আহমেদ, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, মাউশি পরিকল্পনা ও উন্নয়ন উপ পরিচালক মোঃ নূরুল ইসলাম চৌধুরী প্রমূখ।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে দিনব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

একই রকম খবর

Leave a Comment