চাঁদপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি বিষয়ক জেলা কমিটির সভা

চাঁদপুর খবর রির্পোট: ২০২৩ শিক্ষাবর্ষে চাঁদপুর জেলা সদরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি বিষয়ক জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৪ডিসেম্বর (বুধবার) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

এসময় সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমদে, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রানকৃষ্ণ দেবনাথসহ অন্যান্য সদস্যগণ ও কর্মকর্তাবৃন্দ।

একই রকম খবর