চাঁদপুরে মাসব্যাপী পুনাক এর শিল্প ও পন্য মেলা উদ্বোধন

গাজী মোঃ ইমাম হাসানঃ চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে মাসব্যাপী পুনাক শিল্প ও পন্য মেলা-২০২২ এর শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

গতকাল ২০জুন (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর আউটার ষ্টেডিয়ামে মাস ব্যাপী এ মেলার উদ্বোধন করেন তিনি। এতে ভার্চুয়ালী যুক্ত হয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি পুনাকের সামগ্রীক কার্যক্রমের ভূয়সি প্রসংসা করেন।
তিনি বলেন, বার বার দেশে প্রাকৃতিক প্রতিকূলতা থেকে আমরা জয়ী হয়েছি। রাষ্ট্র ক্ষমতায় শেখ হাসিনা থাকলে আমার সকল দূর্যোগ মোকাবেলায় সফল হবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, দেশের উত্তরাঞ্চলে বন্যায় প্লাবিত হয়েছে। সেখানে কাজ করছেন আমাদের সশস্ত্রবাহিনী, বিজিবিসহ সকলেই আমরা কাজ করছি। বিশেষ করে সমাজে বিত্তবান যারা আছেন, তাদেরকে আমি আহ্বান করছি বন্যর্তদের পাশে দাঁড়াতে।
তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের বন্যার পানিগুলো নামবে দক্ষিন-পুর্বাঞ্চল, বিশেষ করে চাঁদপুর দিয়ে। সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং সজাগ থাকতে হবে কোনো অবস্থাতেই চাঁদপুর শহর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত না হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার)
এছাড়াও আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌর মেয়র এড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চোধুরী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন,অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পুনাক সভাপতি ডাঃ আফসানা শর্মী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মহিবুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ আহমেদ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

একই রকম খবর