চাঁদপুরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইফার রেলি ও সমাবেশ

এম এম কামাল : চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্দ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে রেলিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জোড়পুকুর পাড় বাইতুল ফালাহ জামে মসজিদে গিয়ে শেষ হয়।

রেলি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, রমজান গুনা মাফের মাস। এ মাসে সিয়াম সাধনা করে আল্লাহর প্রিয় হওয়া যায়। আমরা যার যার অবস্থান থেকে রমজানেরর পবিত্রতায় রক্ষাতে কাজ করি।

ইফার ফিল্ড সুপারভাইজার (সদর) মুহাম্মদ শামসুদ্দীনের সভাপতিত্বে এতে অংশ নেন় চা জেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুস সালাম, জেলা ইমাম মুয়াজ্জিন-কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুর রহমান গাজী, জেলা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. মোস্তফা মীর, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ রুহুল আমিন, পুরান বাজার জামে মসজিদের সাবেক খতিব মুফতি শাহাদাত হোসেন কাসেমী। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. হারুনুর রশিদ।

ইফার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র শিক্ষক এম এম কামালের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ ওবায়দুর রহমান এবং নাতে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম পরিবেশন করেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।

সময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন সদর মডেল কেয়ারের মোঃ মাহবুবুর রহমান, মোঃ আব্দুল হান্নান সহ ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষকবৃন্দ।

একই রকম খবর

Leave a Comment