স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সাবেক সভাপতি, ১০নং শাকুয়া ইউনিয়ন পরিষদের সাবেক ৩ বারের সফল চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীন আওয়ামীলীগ নেতা ও পুরানবাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইউনুস মিয়াজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় মৎসজীবী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও চাঁদপুর জেলা মৎসজীবি লীগের সভাপতি, সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থপনা পরিচালক ও চাঁদপুর সদর ও হাইমচরের জনপ্রিয় ব্যাক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, বীরমুক্তিযুদ্ধা ও প্রবীন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ ইউনুস মিয়াজী ছিলেন দুঃসময়ের আওয়ামীলীগের কান্ডারী ও নিঃস্বাথ সমাজসেবর্ক ত্রবং আওয়ামীলীগের নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে চাঁদপুর জেলা আওয়ামীলীগ একজন অভিভাবককে হারালো।
তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই শোক তার পরিবার যেন কাটিয়ে উঠতে পারে এবং ধৈর্য ধারন করতে পারেন সে জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করেন।