বিশেষ প্রতিনিধি : চাঁদপুর শহরের ব্যাংক কলোনীর বাসিন্ধা বাংলাদেশ পুলিশের (অব:) পুলিশ পরিদর্শক, বীর মুক্তিযোদ্বা,(অব:) সরকারী কর্মচারী কল্যান সমিতির চাঁদপুর জেলার সভাপতি, ব্যাংক কলোনী জামে মসজিদের সভাপতি ও চাঁদপুরের আইনজীবি এড: মো:বদরুল আলমের পিতা মো: মোস্তফা কামাল চৌধুরীকে রাষ্টীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
তিনি মঙ্গলবার রাত ১২টায় ঢাকা ডায়াবেটিক(বাডেম) জেনারেল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল(৭৪)। তিনি স্ত্রী,১ছেলে,২মেয়েসহ বহু আত্বীয়,স্বজন,গুনগ্রাহী রেখে জান। বুধবার বাদ জোহর শহরের তালতলা গৌরে গরীবা কমপ্লেক্যের সামনে শত-শত ধর্মপ্রান মুসলমানের উপস্থিতির মধ্য দিয়ে তার নামাজের জানাজা শেষে মুক্তিযোদ্বা মো: মোস্তফা কামাল চৌধুরীকে রাষ্টীয় মর্যাদায় পুলিশের গার্ড অব ওনারের মাধ্যমে শ্রদ্বা জানানো হয়। পরে তাকে পৌর কবরস্তানে দাফন সম্পর্ন করা হয়। নামাজের ইমামতি করেন,রামপুর আদর্শ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও: আবু জাফর মাঈনুদ্দিন।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান,জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,চাঁদপুর মডেল অফিসার ইনচার্জ মো:নাছিম উদ্দিনসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।