স্টাফ রিপোর্টার : মুজিববর্ষ-২০২০ উদযাপন উপলক্ষে স্থানীয় পর্যায়ে বছরব্যাপী কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মপরিকল্পনায় এবারের স্লোগান ছিলো ‘যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান’।
১ জুলাই সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।এতে সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন, জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ বিনির্মাণ হতো না। জাতির পিতাকে নিয়ে মুজিব বর্ষ সফল হউক সার্থক হউক এই চেষ্টা আমাদের সকলের অব্যাহত থাকবে। আমরা আজ বিভিন্নভাবে প্রস্তাবিত যেসব মতামত পেলাম। তা বিভাগীয় পর্যায়ে পাঠাবো এবং সেখান থেকে দিকনির্দেশনা অনুযায়ী আমরা সবাই মিলেমিশে কাজ করবো।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লা আল মাহমুদ জামান, জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদ সচিব মোঃ মিজানুর রহমান, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন, চাঁদপুর মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ, নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ছড়াকার ডা. পিযূষ কান্তি বড়ুয়া প্রমুখ ।
এ সময় জেলার প্রশাসনিক, সাংবাদিক, সাংস্কৃতিক, শিক্ষক সহ বিভিন্ন মহলের সুধীজন উপস্থিত ছিলেন।