চাঁদপুরে মুজিব বর্ষ ও বিজয় দিবস উদযাপনে আলোচনা সভা

গাজী মোঃ ইমাম হাসান : চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেছেন আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এমন একজন নেতা ছিলেন যার মাত্র একটি ডাকে পুরো জাতি একত্রিত হয়েছে।যুদ্ধ করেছে,রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে।যা পৃথিবীর ইতিহাসে এক নজির বিহীন দৃষ্টান্ত।বাঙ্গালি জাতীর সাথে এক অভিচ্ছেদ অধ্যায়ের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

(২৪ ই নম্বেবর) সকাল ১০ টায় জাতির পিতা ববঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শত বার্ষিকী (মুজিববর্ষ) এবং বিজয় দিবসের উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।

এ সময় তিনি বলেন বিজয় দিবস ও মুজিববর্ষ আমরা সকলে মিলে অত্যান্ত জাকজমক পূর্নভাবে পালন করবো।সরকারের সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা শতভাগ উপস্থিত থেকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।আমরা মুজিববর্ষে সরকারের উপরের নির্দেশনা মোতাবেক সকল কাজই অংশ গ্রহন করবো,পাশাপাশি সারা দেশে সেরা হবার মানসিকতা নিয়ে কাজ করবো।আমরা চাই মুজিববর্ষ উদযাপনের দিন চাঁদপুরে একটা মুজিবীয় অবয়ব সৃষ্টি হবে।বিজয় দিবস ও মুজিববর্ষ উদযাপনের দিনে চাঁদপুরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।যে কোন অরাজক পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে পর্যাপ্ত পরিমান বিভিন্ন বাহিনীর সদস্যরা।

তিনি আরোও বলেন, সকল বিভাগের কার্যকরী অংশ গ্রহন নিশ্চিত করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি।মুজিববর্ষ উদযাপনে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে থাকবে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা।বিশেষ আর্কষণ হিসাবে থাকবো চাঁদপুর প্রেসক্লাব নৌ-ঘাট থেকে বড় স্টেশন পর্যন্ত নৌকা বাইচ,বিষয় ভিত্তিক রচনা ও সাহিত্য প্রতিযোগিতা, সাইকেল রেস,চিত্রাঅংকন প্রতিযোগিতা রয়েছে।

এছাড়া জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগের যৌথ সহযোগিতায় অসহায় গৃহহীনদের মাঝে ২০ টি ঘর বিতরনেও কথা রয়েছে।সভার সমাপনী পর্যায়ে তিনি সকলের উদ্দেশ্য বলেন আসুন আমরা সবাই মিলে দেশ প্রমে উদ্ধুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করি। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এস এম জাকারিয়ার সঞ্চালনায়

এ সময় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান বিপিএম পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,এনএসআইয়ের যুগ্ন- পরিচালক মোঃ আজিজুল হক,চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ এস এম দেলোওয়ার হোসেন,চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক  ডাঃ মোঃ আনোয়ারুল আজিম,জেলা পরিষদের নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সুত্রধর, সাহিত্য একাডেমীর মহা পরিচালক কাজী শাহাদাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা বাবু, অজয় ভৌমিক,জীবন কানাই চক্রবর্তী,এডঃ বদিউজ্জামান কিরন,দৈনিক চাঁদপটুর কন্ঠের বাতা সম্পাদক এইচ এম আহসান উল্ল্যাহ, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের বাতা সম্পাদক এম আর ইসলাম বাবু।

এ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার,হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু রায়হান, আঞ্চলিক পাসপোর্ট কর্মকর্তা মোঃ তাজবিল্লাহ,সদর উপজেলা স্বাস্থ্য বিয়ষক কর্মকর্তা ডাঃ সাজেদা পলিন,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ -পরিচালক মোঃ শামসুজ্জান,ইসলামী ফাউন্ডেশনের উপ -পরিচালক মোঃ খলিলুর রহমান, চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী, ট্রাফিক ইন্সপেক্টর সাইফুল ইসলাম, চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ আবু তাহের খান, চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম, জেল সুপার মোঃ মাইনুদ্দিন ভূইয়া, জেলা আনসার কমান্ডার ইব্রাহিম খলিল, সহ তথ্য অফিসার দেলোয়ার হোসেনসহ বিভিন্ন কর্মকর্তারা।

একই রকম খবর