স্টাফ রিপোর্টার : ১৩ মে চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যানযট সৃষ্টিকারী মোটরযান এবং অবৈধ মোটরযানের বিরুদ্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে ৭টি মামলার বিপরীতে মোট ৩,২০০টাকা জরিমানা অাদায় করা হয়। আদালত পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম ও মোঃ উজ্জল ।
ভ্রাম্যমান অাদালতের কার্যক্রম তদারকি করতে অাকষ্মিক পরিদর্শনে আসেন চাদঁপুর জেলা প্রশাসনের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান ।
এসময় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অাদালতের কার্যক্রম সঠিক ভাবে পরিচালনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।