চাঁদপুরে মোটর রিক্সা চালানোর দাবিতে আন্দোলন ও স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌর এলাকায় মোটর রিক্সা চালানোর দাবিতে চালকরা আন্দোলন করেছে।

মোটর রিক্সা সচল রাখার দাবিতে চালকরা চাঁদপুর ৩ আসনের এমপি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
সম্প্রতি চাঁদপুর পৌর এলাকায় মোটর রিক্সা না চালানোর জন্য নিষেধাজ্ঞা অর্পণ করে পৌর কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশ।

ট্রাফিক পুলিশ শহরে অভিযান চালিয়ে শতাধিক মোটর চালিত অটোরিক্সা আটক করে। পরে রিক্সার মটর ও ব্যাটারি খুলে চালকদের কাছ থেকে জরিমানা আদায় করে।

চাঁদপুরে পৌর এলাকায় অটোরিকশা সম্পূর্ণরূপে বন্ধ করার পর থেকে চালকরা বেকার হয়ে পরিবার নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন।
তাই চালকরা পুনরায় মোটর রিক্সা চালুর দাবিতে আন্দোলন ও বিক্ষোভ করেন। পরে একটি মিছিল নিয়ে নতুন বাজার থেকে শুরু করে চাঁদপুর ৩ আসনের এমপি বাস ভবনের সামনে গিয়ে শেষ করে।

এ ঘটনায় মোটর রিক্সা শ্রমিক লীগের নেতৃবৃন্দ শিক্ষা মন্ত্রী দীপু মনি এমপি বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোটর রিক্সা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খলিল সরকার, যুগ্ন সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খান, মোটর রিক্সা শ্রমিক লীগ নেতা জাফর গাজী, জসিম পাটোয়ারী, দুলাল মাঝি, মুক্তার শেখ ,রিপন বাবু সহ অন্যান্য মোটর রিক্সা চালকরা উপস্থিত ছিলেন।

একই রকম খবর