স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে শহরের ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে।
রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও ভেজাল প্রতিরোধে গত সোমবার বিকেলে চাঁদপুর শহরের বিপণীবাগ ও পুরাণবাজারে জেলা প্রশাসনের এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে বিপণীবাগ বাজারের সবজি বিক্রেতা মন্টু মাঝি ৫শ’ টাকা, মাংস বিক্রেতা কালু ১ হাজার টাকা, মুরগী বিক্রেতা মামুন ৫শ’ টাকা, বিল্লাল ৫শ’ টাকা, মুদী ব্যবসায়ী আবু তাহের আখন্দ ১ হাজার টাকা এবং পুরাণবাজার ফলপট্টির খেজুর ব্যবসায়ী জাকিরকে ৫ হাজার টাকা।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার। জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল ইসলামও অভিযানকালে ছিলেন। আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ও পেশকার মোঃ জহিরুল ইসলাম এবং সঙ্গীয় পুলিশ ফোর্স।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান জানান, রমজানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ ও ভেজাল প্রতিরোধে জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এ অভিযান ধারাবাহিভাবে চলবে।