স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বেই সুখী-সমৃদ্ধ, আধুনিক, উন্নত, স্বনির্ভর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। জাতির এই ঐতিহাসিক কর্মযজ্ঞে দেশপ্রেমিক সকল নাগরিকের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
বিশেষ করে যুব সমাজকে আগামীর বাংলাদেশের নেতৃত্ব প্রদানের লক্ষ্যে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। আজকে যারা প্রশিক্ষণ নিচ্ছ তারা জাতির সেবক হিসেবে নিজেকে প্রস্তুত করতে হবে। আর্তমানবতার সেবায় তোমাদের এই ব্রত প্রশংসনীয়। দুর্যোগে-দুর্বিপাকে তোমাদের এই প্রশিক্ষণ কাজে লাগাতে হবে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি, ইভিটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধে তোমরা হবে একেকজন সৈনিক।
শুক্রবার সকালে চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত যুব সদস্যদের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁদপুর জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত দু’দিনব্যাপী প্রশিক্ষণ আজ শনিবার শেষ হবে। চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট অফিসার সৈয়দ আফ্রিদুল ইসলামের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন ইউনিট কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ পাটওয়ারী, বেলায়েত হোসেন গাজী বিল্লাল, রেহেনা আক্তার তৌহিদা, যুব প্রধান খায়রুল আলম জনি, উপ-যুব প্রধান মারজাহান আক্তার।
চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিট সূত্রে জানা যায়, প্রাথমিক চিকিৎসা বিষয়ক এই প্রশিক্ষণে ৩০জন যুব সদস্য অংশগ্রহণ করেন। আজ শনিবার বিকেলে দু’দিনব্যাপী প্রশিক্ষণশেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।