চাঁদপুরে মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউটের পক্ষ থেকে জেলা মৎস্য কর্মকর্তাকে অভিনন্দন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি মৎস্য সেক্টরে বিশেষ অবদান রাখায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রাণীসম্পদ মন্ত্রনালয় ও মৎস্য অধিদপ্তর আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করায় চাঁদপুর মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট ও মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর ১২টায় প্রতিষ্ঠানের হলরুমে আনুষ্ঠানিকভাবে এই অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট এর অধ্যক্ষ মো. সফিকুর রহমান। সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী পরিচালক ফকরুল ইসলাম, পরিদর্শক শামছুল আলম পাটওয়ারী ও মো. তাহিরুল ইসলাম প্রমূখ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শারমীন আক্তার, মো. ফারুকুল ইসলাম।

জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি অনুভুতি ব্যাক্ত করতে গিয়ে বলেন, আমি কাজে বিশ^াসী এবং আমার অফিসিয়াল কাজ করার পরেও আমি বিভিন্নভাবে কাজ করে থাকি। খাঁচায় মাছ চাষ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে গবেষণা করি।

তিনি আরো বলেন, ২০০২ সাল থেকে খাঁচায় মাছ চাষের জন্য আমরা কাজ শুরু করি। তখন থেকে মানুষকে এই চাষে লাভজনক বুঝিয়ে চাষ করার জন্য উৎসাহ প্রদান করি। আমি অনেক সময় নিজের জীবন বাজি রেখে কাজের গুরুত্ব দিয়েছি। কারণ মাছ উৎপাদন বৃদ্ধি পেলে দেশ যেমন লাভমান, তেমনি মাছ রপ্তানি করে সরকার বৈদেশিক মুদ্রা অর্জন করছে।

একই রকম খবর