চাঁদপুরে যানজট নিরসনে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক

ইব্রাহিম খান : চাঁদপুরে মাল্টি-পার্টি এ্যাডভোকেসি ফোরামের আয়োজনে যানজট নীরসনে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১৩ মার্চ মঙ্গলবার সকালে শহরের রেডচিলি পার্টি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে মাল্টি-পার্টি এ্যাডভোকেসি ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি মুনির চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্যাহ খোকন ও সদস্য আকলিমা শিউলীর পরিচালনায় বক্তব্য রাখেন মাল্টি-পার্টি এ্যাডভোকেসি ফোরাম চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী,কুমিল্লা জোনের প্রোগ্রাম অফিসার মাসুদুল আলম,

মাল্টি -পার্টি এ্যাডভোকেসি ফোরাম জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর,অ্যাড. মুনিরা চৌধুরী, অ্যাড. শীরিন সুলতানা মুক্তা,যুগ্ম সাধারন সম্পাদক হযরত আলী ঢালী,সাংগঠনিক সম্পাদক অ্যাড. বদরুল আলম চৌধুরী,অর্থ বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার,প্রচার সম্পাদক শরীফ পাটওয়ারী,দপ্তর সম্পাদক নাহিদা সুলতানা সেতু, সদস্য শিপ্রা দাস,সহ প্রচার সম্পাদক প্রীতি মজুমদার,সদস্য শিউলি মজুমদার জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারীসহ অন্যান্যরা।

এসময় বক্তারা যানজটের বিভিন্ন কারণ তুলে ধরে বক্তব্য রাখেন এবং এসব সমস্যা সমাধানে নিজেদের ভাবনা তুলে ধরেন । বিশেষত এসময় যানজটে নাকাল চাঁদপুর জেলা শহরের চিত্র তুলে ধরেন বক্তারা।

একই রকম খবর