স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ড মধ্য ইচলী জেনিস ব্রিকফিল্ড সংলগ্ন বালুর মাঠে আয়োজিত যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ২০১৯ শুক্রবার ২৯ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়।
খেলায় অংশ গ্রহণ করেন ফ্রিজন ক্লাব সিটি বনাম ইতিহাস একাদশ। খেলায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ভুইয়া বলেন খেলা ধূলা আমাদের শরির ও মনকে ভালো রাখতে সহায়তা করে। তোমরা খেলা ধূলার পাশাপাশি মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সজাগ থাকবে। তোমাদের প্রত্যেকটি ভালো কাজে আমি তোমাদের পাশে আছি এবং থাকবো।
বিশিষ্ট ব্যাবসায়ী ও ক্রীড়া সংগঠক শেখ মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সদর থানা যুব লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন ভুইয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ওয়ালি উল্যা হাওলাদার, ব্যাবসায়ী ও সমাজ সেবক আনোয়ার হোসেন, প্রফেসার মোঃ আলমগীর হোসেন তালুকদার, জেলা ছাত্র লীগ নেতা কামরুল ইসলাম টিটু, উত্তর চর ফতেরংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মালেক চৌধুরী, ছাত্র লীগ নেতা আরাফাত রহমান রিংকু, শহর ছাত্র লগের সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম, রাতেবুল হাসান তুষার প্রমূখ।