প্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুরে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার শহরের বাবুরহাট বাজার ১৪নং ওয়ার্ডস্থ কাজী অফিসে সভায় সভাপতিত্ব করেন যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন।
কমিটির যুগ্ম-আহ্বায়ক শাহেদ রিয়াজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফরিদা ইলিয়াস, বাবুরহাট বাজার কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, কমিটির সদস্য সচিব কালাচাঁদ দাস, নির্বাহী সদস্য মাও. আবদুর রউফ খান, পাপড়ী বর্মন, বেবী সাহা, খায়রুল আলম জনি, মো. সালাহ উদ্দিন, আফসার উদ্দিনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সংগঠনের নির্বাহী সদস্য মাও. আবদুর রউফ খান।
সভায় বক্তরা বলেন, বিগত সভার কার্যবিরনী ও অগ্রগতি তুলে ধরা হয়েছে। ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক ভিপি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহিন সুলতানা ফেন্সি হত্যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এর সুষ্ঠ বিচারের দাবী জানানো হয়।
যৌন হয়রানি নির্মূলকরণ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। তার পাশাপাশি নারীদেরও শালীনতা বজায় রেখে চলাচল করার আহ্বান জানান। এছাড়াও নেটওয়ার্ক কমিটি আরো বেগবানসহ যৌন হয়রানি নির্মূল করার বিষয়য়ে ব্যাপক আলোচনা হয়।