চাঁদপুরে রমজানকে স্বাগত জানিয়ে জেলা পুলিশের র‌্যালি

স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম বলেছেন, পবিত্র রমজান মাস ইবাদত ও ধৈয্য ধারন করার মাস। মহান আল্লাহ যেমন ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করার কথা বলেছেন। তেমনি হালাল ব্যবসা করার কথাও বলেছেন। পবিত্র কোরআনে যা বলা রয়েছে আমরা সকলে কোরআনের সে কথা মেনে চলেেবা। আমরা সকল কিছুতে ধৈয্য ধারন করে সত্যিকার অর্থে সিয়াম সাধনার মাস পালন করতে পারি। রমজান মাসে তিনি সকল ব্যবসায়ীদের প্রতি খাদ্যে ভেজাল না করার জন্য অনুরোধ জানান। এ ছাড়া তিনি বলেন. রমজান মাসে রোজাদার মানুষের চলাচলে ফুটপাত মুক্ত রাখতে হবে। রাস্তার পাশে ছোট-ছোট ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে রাস্তা যেন বন্ধ না হয় সে দিকে সকলে নজর রাখতে হবে। এ মাসে কোন অন্যায় কাজ কর্ াযাবেনা। আমাদের সমাজকে মাদক মুক্ত রাখতে হবে। সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সকলকে কাজ করার জন্য তিনি সকলকে আহবান জানান। মাস মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখুন, আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করুন। প্রতি বছরের ন্যায় গতকাল বুধবার ( ১৬ মে) বিকেলে চাঁদপুর শহরের প্রান কেন্দ্র শপথ চত্বরে রমজানকে স্বাগত জানিয়ে চাঁদপুর জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশের আয়োজনে র‌্যালি ও সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পালবাজার এলাকার পৌর মাকেটে গিয়ে শেষ হয়। সেখানে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সমাবেশে পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম বলেন, সিয়াম সাধনার মাস এই মাহে রমজান। এর পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের প্রয়োজন। মানুষ যেসব জিনিস দিয়ে জীবন ধারণ করে এর মধ্যে উল্লেখযোগ্য হলে খাদ্যদ্রব্য। এই রমজান মাসে খাদ্য দ্রব্যে ভেজাল করলে আল্লাহ তায়ালা রোজা কবুল করবে না। ব্যবসায় ও লাভ করবেন কিন্তু সঠিক মূল্যে নির্ধারণ করে। অধিক মুনাফা অর্জন করবেন না। আমাদের পবিত্র কুরআনে যা বলা হয়েছে তা আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহর তায়ালার দিক নির্দেশনা মেনে চলে আমাদের প্রজন্মকে যেন বিপথগামী করতে না পারে সেদিকেও দৃষ্টি রাখতে হবে। পবিত্র কুরআনের নির্দেশনা মেনে সিয়াম সাধনা পালন করতে হবে। দ্রব্যমূল্যের বৃদ্ধি না করে ব্যবসা করতে হবে। রমজানে ক্রেতা যেন মার্কেট গুলোতে নির্বিঘেœ চলাচল করতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। রমজান মাসে ধর্মীয় ভাব-গাম্ভিজ্য পালন করতে হবে। এই সময়ে শহরে ছিনতাই ও চুরির প্রবণতা বৃদ্ধি পায়। এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। অন্যান্য বক্তারা বলেন, খাদ্যে যেন ভেজাল না দেওয়া হয় সে দিকে আমাদের নজর রাখতে হবে। রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখতে হবে। বর্তমানে বেগুনের দাম ৮০ টাকা। বেশি লাভ না করে পণ্য বিক্রি করতে হবে। এ সময় বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশের প্রধান সমন্বয়কারী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা কমিউনিটি পুলিশের সহ-সভাপতি রোটাঃ কাজী শাহাদাত, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ অলি, সদর থানা কমিউনিটি পুলিশের সভাপতি সালাউদ্দিন জিন্নাহ, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি শেখ মনির হোসেন বাবুল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন.চাঁদপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো: মোস্তাক হায়দার চৌধুরী,শাহ মোহাম্মদ জাহাঙ্গীর,কমিউনিটি পুলিশ অঞ্চল-৫ সাধারন সম্পাদক মো: মাহবুবুর রহমান, ডাক্তার মো: সফিউল্লাহ,সুফী খাইরুল ইসলাম খোকন। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর কমিউনিটি পুলিশের সহ-সভাপতি রোটাঃ জামাল হোসেন।

একই রকম খবর

Leave a Comment