স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী করোনার ফ্রন্ট লাইন যোদ্ধা সিভিল সার্জন ডা. মোঃ শাখওয়াত উল্লাহ গ্রহণ করেছেন। ২৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে তিনি স্বাস্থ্য সেবায় নিয়োজিত কর্মকর্তাদের পক্ষে এ সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন।
জানা যায়, রেডক্রিসেন্টের এই সুরক্ষা সামগ্রীর মধ্যে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ছিলো। যা জেলা উপজেলায় স্বাস্থ্যক্ষাতে নিয়োজিত করোনা যোদ্ধাদের উদ্বুদ্ধ করতে দেয়া হয়। যাতে করে তারা সুরক্ষিত হয়ে জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ভূমিকা রাখতে পারেন।
এ সুরক্ষা সামগ্রী সিভিল সার্জনের হাতে হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের জেলা কর্মকর্তা বজলুল করীম চৌধুরী, রেড ক্রিসেন্ট চাঁদপুরের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সমন্বয়ক অ্যাড. জহিরুল ইসলাম, যুব রেড ক্রিসেন্ট চাঁদপুরের ইউনিট প্রধান রাকিবুল হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ। এ ব্যপারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট চাঁদপুরের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাছিনার নির্দেশে রেডক্রিসেন্ট সারা বাংলাদেশের ন্যায় চাঁদপুরেও করোনা মহামারীতে জনসচেতনতা ও মানুষের সুরক্ষাসেবা নিশ্চিতে কাজ করছে। যা ভবিষ্যতেও চলমান থাকবে।
আমরা রেডক্রিসেন্টের জন্য আরো স্বেচ্ছাসেবী সদস্য সংগ্রহ করছি। দ্রুতই জনকল্যাণে রেডক্রিসেন্টের সেবা বাড়াতে চাঁদপুরের প্রত্যেকটি উপজেলাতে কমিটি করা হবে। এই করোনা মহামারীতে সকল মানুষ যাতে সুস্থ্য থাকে এজন্য মহান আল্লাহর দরবারে সকলের জন্য দোয়া চাই।