চাঁদপুরে লকডাউন অমান্য করায় ৩২ জনকে জরিমানা

স্টাফ রির্পোটার : কঠোর বিধি-নিষেধ লকডাউন বাস্তবায়নে অষ্টম দিনে চাঁদপুরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, সড়ক পরিবহন আইন লঙ্ঘন এবং সরকারি বিধি-নিষেধ (লকডাউন) অমান্য করায় ৩২ মামলায় ৩২ জনকে ২২হাজার ১শ’টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (৩০ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ তিনটি স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান- মাহমুদ-ডালিম, এ আর এম জাহিদ হাসান ও রিক্তা খাতুন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ (লকডাউন) বাস্তবায়নে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ স্যারের নির্দেশে শহরের গুরুত্বপূর্ণ তিনটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সরকারি বিধি-নিষেধ লকডাউন অমান্য করায় ৩২মামলায় ৩২ জনকে বিভিন্ন অংকে ২২ হাজার ১০০টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে উদ্বুদ্ধ করা হয় এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় সার্বিকভাবে সহযোগিতা করেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) , চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও ব্যাটেলিয়ান আনসার সদস্যরা।

 

একই রকম খবর