“চাঁদপুরে লবন বৃদ্ধির গুজব শুনলে নিকটস্থ থানাকে অবহিত করুন”

চাঁদপুর খবর রিপোর্ট : দেশের বিভিন্ন স্থানের ন্যায় চাঁদপুর জেলাতেও লবনের দাম বৃদ্ধি নিয়ে চলছে গুজব। কোন বিক্রেতা অতিরিক্ত দামে লবন বিক্রি করলে আপনার নিকটস্থ থানাকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন, চাঁদপুর পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার)।

তিনি বুধবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম সোস্যাল মিডিয়া তাঁর (ফেসবুক আইডিতে) স্ট্যাটার্সে এ অনুরোধ জানিয়েছেন।

তিনি ট্যাটার্সে আরো উল্লেখ্য করেন, সকল পণ্যের প্যাকেটের গায়ে মূল্য এবং মেয়াদ লেখা আছে। কোন দোকানদার সেই মূল্যের চেয়ে বেশি দরে কোন পন্য বিক্রি করলে আমাদের পুলিশের নিকট তথ্য দিন।

সম্মানিত জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশে লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে, প্রয়োজন ছাড়া অতিরিক্ত লবন কিনে বাজারে কৃত্রিম সংকট তৈরি করবেন না। জনস্বার্থে -জেলা পুলিশ, চাঁদপুর।

একই রকম খবর