চাঁদপুরে শহীদ রাজুর ২৯ তম দিবস পালিত

স্টাফ রিপোর্টার : ১৯৯০ সালের (৩ ডিসেম্বর) স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে মাত্র ১৬ বছর ১০ মাস বয়সে শহীদ হন তালতলা পাটওয়ারী বাড়ির আওয়ামী বংশদূত চাঁদপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র মোঃ জিয়াউর রহমান (রাজু) পাটওয়ারী।

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) শহীদ মোঃ জিয়াউর রহমান পাটোয়ারী রাজুর ২৯ তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানানো হয় এবং শহীদ রাজু চত্বরে দোয়া কামনা করা হয়। দোয়া কামনায় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।

এদিকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এসএম দেলোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষক বৃন্দ, জেলা ছাত্রলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কলেজ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শহীদ রাজু স্মৃতি সংসদ ও রাজু পরিবারের আবেদনের প্রেক্ষিতে চাঁদপুর পৌরসভা দীর্ঘ প্রায় ২৮ বছর পর যে স্থানে রাজু শহীদ হন (সাবেক চিত্রলেখা মোড়), সেই স্থানেই শহীদ রাজুর নামে রাজু চত্ত্বর করে দেয়।

এই চত্ত্বরটি ২০১৪ সালে কাজ শুরু করে অসমাপ্ত কাজ শেষ করে গত ৩ ডিসেম্বর-২০১৮ খ্রীঃ। ২০১৪ সাল হতেই সাবেক চিত্রলেখা মোড়- শহীদ রাজু চত্ত্বর নামে পরিচিতি শুরু করে।

একই রকম খবর