চাঁদপুরে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৯সেপ্টেম্বর (সোমবার) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার)।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার) বলেন, সরকারি আদেশ মোতাবেক পূজার পূর্ব প্রস্তুতি, পূজার সময়, পূজার শেষে আমাদের সকলের উপর অর্পিত দায়িত্ব সমূহ অত্যন্ত দায়িত্ব সহকারে পালন করতে হবে। প্রত্যেকটি পূজা মন্ডপে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থাকতে হবে। এটার বিকল্প কিছু চিন্তা করা যায় না। অবশ্যই পূজা মন্ডপে বিদ্যুৎতের বিকল্প হিসেবে জেনারেটর রাখবেন। কারণ উৎসবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মা বোনেরা পূজো দেখতে আসবে।

সাময়িক সময়ের লোডশেডিং এর জন্য কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটুক তা আমরা চাই না। যদি সম্ভব হয় প্রত্যেক পূজো মন্ডপে ছেলে ও মেয়েদের জন্য আলাদা গেইটের ব্যবস্থা রাখবেন। সেচ্ছাসেবকদের চেনার জন্য টি-শার্ট, টুপি বা যেকোন প্রকার প্রতিকী চিহ্ন ব্যবহার করবেন। অবশ্যই প্রত্যেক সেচ্চাসেবকেদের নাম সম্বলিত পরিচয়পত্র থাকতে হবে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবে না।

এসময় চাঁদপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ, পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক, অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম খবর