স্টাফ রিপোটার : চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার ১৬৪ তম সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
সভায় ওমরা হজ¦ পালনকালে জেলা ক্রীড়া সংস্থার সদস্য আলহাজ¦ শাহির পাটওয়ারী অসুস্থ হয়ে পড়ে। তার সুস্থতার জন্য সভায় দোয়া কামনা করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু’র পরিচালনায় সভায় খেলাধুলা সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন জেলা ক্রীঢ়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম,পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) শওকত ওচমান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছিরউদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সম্পাদক আলহাজ¦ তাফাজ¦ল হোসেন এসডু পাটওয়ারী, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন আহমেদ শান্ত, কোষাদক্ষ সুভাষ চন্দ্র রায়, সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ, অ্যাডঃ সেলিম আকবর, তমাল কুমার ঘোষ, নান্নু হাওলাদার, শরীফ মোঃ আশরাফুল হক, ডাঃ মিজানুর রহমান, বাচ্চু পাটওয়ারী, শাহাজাহান তালুকদার সাহা, হেলাল হোসাইন, শেখ মোতালেব প্রমুখ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু জানান, সভায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট , স্কুল কাবাডি প্রতিযোগিতা, সাাঁতার প্রতিযোগিতা সহ বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।