ইব্রাহীম খান : চাঁদপুর সদর উপজেলার ৬৬ নং ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তী নিশংস হত্যাকা-ের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সদর উপজেলা শাখা।
সোমবার (২২ জুলাই) দুপুরে সদর উপজেলা পরিষদের সামনে সহকর্মীর হত্যার বিচারের দাবিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকারা মানববন্ধনে অংশ নেন।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফররুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহবুদ্দিন পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. দেলওয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সর্দার আবুল বাশার, জেলা শাখার সভাপতি সভাপতি মোস্তফা কামাল বাবুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ইসমত আরা সাফি বন্যা, সদস্য খোদেজা বেগম লাকি, জেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক জাকির হোসেন।
বক্তারা বলেন, আমাদের আজকে রাস্তায় আসার কথা নয়। আমরা রাস্তায় এসেছি সহকর্মী ও শিক্ষিকার বিচার চাইতে। নিজের গৃহেও আমরা নিরাপদ না। যারা এই নিশংস হত্যাকান্ড করেছে তারা মানুষ নয় পশু।
তারা আরো বলেন, শিক্ষকদের বলা হয় সমাজ গড়ার কারিগর। আর শিক্ষক সমাজের যদি এমন পরিনতি হয় তাহলে এ দেশে কেউ নিরাপদ নয়। আমরা এই হত্যাকা-ের বিচার চাই এবং আগামী ৪৮ ঘন্টার মধ্যে দোষীকে চিহ্নিত করে গ্রেফতার না করা হলে শিক্ষক সমিতির পক্ষ থেকে কঠিন আন্দোলন ঘোষণা করা হবে।