চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বেচ্ছাধীন তহবিলের অনুদানের চেক বিতরণ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মানানীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ম‚ল্যবোধ সৃষ্টিতে জোর দিচ্ছে সরকার। যে শিক্ষার্থী উচ্চ শিক্ষা নিবে না তারও কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শনিবার (৬ জুলাই) চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এদিন সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাননীয় শিক্ষামন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদানের চেক বিতরণ করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কারিগরি শিক্ষার প্রতিও সরকার গুরুত্ব দিয়েছে। সেই লক্ষ্যে স্কুল ও মাদ্রাসায় দুটি ট্রেডে কারিগরি শিক্ষা কোর্স চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে কারিগরি শিক্ষার প্রতি বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে এর হার ১৭ ভাগ হলেও আগামী ২০৩০ সালে তা ৩০ ভাগে উন্নীত সম্ভব হবে।”

তিনি আরও বলেন, ‘কোনও শিক্ষার্থী যে পর্যায়ে গিয়েই শিক্ষা বন্ধ করুন না কেন তারও যেন কর্মসংস্থানের সুযোগ থাকে শিক্ষা পদ্ধতিতে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিক স্তর থেকে শুরু করে দক্ষতা এবং ম‚ল্যবোধ সৃষ্টি করতে এখনই শিক্ষার্থীদের প্রতি নজর দিয়েছে সরকার। তাই ভাষা, গণিত, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে যেমন দক্ষতা অর্জন করবে, একই সঙ্গে মানবিকতা, সততা, দেশপ্রেম-ম‚ল্যবোধ, পরিবেশ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতায় নিজেদের প্রতিষ্ঠিত করবে শিক্ষার্থীরা।’

অনুদানের চেক বিতরণ করে গরিবদের উদ্দেশ্যে তিনি বলেন, গরিবের জন্য নিবেদিত হয়ে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছে। আর আমাকে আপনারা যারা ভোট দিয়ে সেবা করার সুযোগ দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ।

তিনি আরো বলেন, সংসদ সদস্যরা সরকারের তরফ থেকে এ তহবিল দিতে পারেন। আর এখন থেকে প্রতি বছরই এটা দেওয়া হবে। এবার আমরা ১ম কিস্তিতে ১০ জনকে এ সহায়তা দিচ্ছি। আর গত বছরের মিলে এখন মোট ৩৯ জনকে এ সহায়তা দেওয়া হবে। পর্যায়ক্রমে এ সহায়তা আরো লোককে দেওয়া হবে।

এসময় জনপ্রতি ১০ হাজার টাকা করে ১০ জনকে, ৫ হাজার করে ২ জনকে এবং বাকিদের ৪ হাজার টাকা করে মোট আড়াই লক্ষ টাকা সহায়তা দেওয়া হবে প্রদান করা হয়।

এ সময় চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম খবর