চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মো:শফি উদ্দিনের বর্তমান কর্মস্থল নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে । তার কর্মস্থল কোথায় কেউ বলতে পাচ্ছে না ।
গত ২১ অক্টোবর থেকে প্রায় ১মাস হলো তিনি কর্মস্থলে নেই । হাজিরায়ও স্বাক্ষর করছেন না । তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না । অনেকটা লাপাত্তা হয়ে গেছেন তিনি । তিনি মোবাইলেও ধরছেন না । তার কোন বদলী অর্ডারও হয়নি । ফলে প্রশ্ন উঠেছে শিক্ষা অফিসার মো:শফি উদ্দিন সরকারি চাকুরী বিধি মালা ভঙ্গ করছেন কিনা ।
বর্তমানে কর্মস্থলে না থেকেও বেতন তুলবেন কিভাবে । কিংবা কর্মস্থল খোথায় দেখাবেন । বর্তমান সর্বশেষ তার কর্মস্থল ছিলো চাঁদপুর জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার । যতটুকু জানা গেছে,গত ২১ অক্টোবর জেলা শিক্ষা অফিসার মো:গিয়াস উদ্দিন পাটওয়ারী চাঁদপুরে যোগদান করার পর থেকেই তিনি লাপাত্তা হয়ে গেছেন । মো:গিয়াস উদ্দিন পাটওয়ারী নিয়মিত অফিস করছেন ।
এ ব্যাপারে নবাগত চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মো:গিয়াস উদ্দিন পাটওয়ারী দৈনিক চাঁদপুর খবরকে জানান, মো:শফি উদ্দিনের মূলত চাঁদপুরে ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন । আমার চাঁদপুরে যোগদানের পর থেকে উনি কোথায় তা বলতে পারছি না । উনি আমাকে দায়িত্ব বুঝেও দেননি । আমি উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে অফিস আদেশে এখানে যোগ দিয়েছি । মো:শফি উদ্দিন সাহেব এখন পর্যন্ত চাঁদপুরে আসেনি । তিনি কোথায় আছে অফিসিয়াল ভাবে আমি বলতে পারছি না । এ ব্যাপারে এর চেয়ে বেশী কিছু বলতে পারছি না । তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অধিদপ্তর থেকে নতুন করে অর্ডার হয়নি ।
এ ব্যাপারে শিক্ষা অফিসার মো: শফি উদ্দিনের সাথে তার মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি মোবাইল ধরেননি ।
অপরদিকে জানা গেছে, শিক্ষা অফিসার মো:শফি উদ্দিন চাঁদপুরে জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হিসেবে দুদফা চাঁদপুরে দীর্ঘকাল চাকুরী করেছেন । এর আগে কিছুদিন ফেনী জেলায়ও চাকুরী করেছেন । সবখানেই ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার হিসেবে চাকুরী করেছেন । তবে মূলত তার পদ সহকারী শিক্ষা অফিসার ।