চাঁদপুরে শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তী হত্যার ঘটনায় ধর্ষণের আলামত পাওয়া গেছে!

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর শহরের আলোচিত ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তী হত্যার একদিন পর তার স্বামী অলোক চন্দ্র গোস্বামী বাদী হয়ে সোমবার (২২ জুলাই) চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে । মামলা নং ৪১।

এদিকে আলোচিত এই হত্যাকা-ে নির্দিষ্ট কাউকে আসামি করেনি বাদী পক্ষ। এদিকে এই হত্যার ঘটনা উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে বলে জানা যায়। তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি ।একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সহকারি শিক্ষিকা জয়ন্তী

চক্রবর্তিকে ধর্ষন করা হয়েছে । । তবে বিষয়টি কিছুটা নিশ্চিত করছেন ময়না তদন্তকারী চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ডা: হাসিবুল হাসান । তিনি গতকাল রাতে দৈনিক চাঁদপুর খবরকে জানান,পুলিশ ধর্ষণের কিছু আলামত পেয়েছেন । আর ময়না তদন্তও এমনটি পরিলক্ষিত হচ্ছে । আঘাতের চিμ রয়েছে । তবে পুরো রিপোর্ট আসার পর আমরা পরিস্কার হতে পারবো । জানা গেছে,এ ঘটনায় হত্যাকারীদের অন্য কোন মোটিভ এখনো পাওয়া যায়নি ।বিশেষ করে ডাকাতি কিংবা চুরির মত কিছু ওখানে ঘটেনি । কিংবা অন্য কোন কারণ এখনোও পাওয়া যায়নি ।

এ ব্যাপারে নিহত জয়ন্তী চক্রবর্তী স্বামী অলোক চন্দ্র গোস্বামী জানায়, আমাদের জানামতে এরকম কাউকে দেখতে পাচ্ছিনা, যারা এ ঘটনা ঘটাতে পারে। তবে যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তাদের শাস্তি দাবী করছি।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা অনুপ চক্রবর্তী জানায়, নিহতের স্বামী অলোক কুমার গোষামী বাদী হয়ে থানায় মামলা দয়ের করেছে। আমরা এই হত্যাকা-ের রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন জানায়, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। এদিকে নিহত শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তির লাশ ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, : চাঁদপুর শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তী (৪৫) কে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। রোববার (২১ জুলাই) বিকাল ৫টায় শহরের ষোলঘর ওয়াবদা কলোনীর ঝরাজীর্ন ৩ তলা ভবনে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষিকার বাড়ী জেলার শাহরাস্তি উপজেলায়। স্বামী অলোক চন্দ্র গোস্বামী, স্বামীর সাথে পানি উন্নয়ন বোর্ডের কলোনীতে বসবাস করতেন। তার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। চাঁদপুর মডেল থানার পুলিশ জানায়, জয়ন্তী ঘটনার দিন স্কুল থেকে ছুটিতে ছিলেন। দুপুরের কোনো একসময় দুর্বৃত্তরা কোয়ার্টারে ঢুকে তাকে খুন করে পালিয়ে যায়। তার গলায় ধারালো ছুরি আঘাত ও হাতে আঘাতে দাগ রয়েছে। এদিন তার স্বামী অলোক চন্দ্র গোস্বামী প্রয়োজনীয় কাজে ঢাকায় ছিলেন। জয়ন্তীর মৃতদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। খুনের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

একই রকম খবর