চাঁদপুরে শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তী হত্যার ঘটনাটি এখনো রহস্যময় !

ইব্রাহীম খান : চাঁদপুরে আলোচিত হত্যাকা- সহকারী শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তী হত্যাকাণ্ডে ঘটনাটি এখনো রহস্যময় । কি কারণে হত্যাকান্ড ঘটলো তার কারণ এখনো উৎঘাটন করতে পারেনি পুলিশ । খোদ মামলার বাদীও মুখ খুলছে না । হত্যাকান্ড নিয়ে এখনো ধোয়াশা কাজ করছে । শহরের আলোচিত এই হত্যাকাণ্ডে তিন দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। এই হত্যাকাণ্ডে দ্রুত বিচারের দাবিতে গতকালও শহরে মানববন্ধন করেছে শিক্ষকরা।

জানা গেছে, এ ঘটনায় একাধিক লোক জড়িত ছিলো বলে জানা গেছে। নির্ভরযোগ্য সূত্রে জানাযায় এই হত্যাকাণ্ডে ৩-৫ জন জড়িত ছিলো। যদিও পুলিশের একাধিক টীম গুরুত্ব সহকারে ঘটনাটি তদন্ত করছে । এদিকে জয়ন্তী চক্রবর্তীকে ধর্ষণ করা হয়েছে বলে শুনা গেলেও মেডিকেল রির্পোটে তার সত্যতা পাওয়া যায়নি।

এব্যাপারে ময়না তদন্তকারি কর্মকর্তা ও চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ডা. হাসিবুল হাসান বলেন,এ হত্যাকা-ে একাধিক লোক জড়িত ছিলো। অন্তত ৩-৫ হত্যাকাণ্ডে জড়িত ছিলো। ধর্ষণের কোন আলামত মেডিকেল রির্পোটে নেই। এধরনের ৪০-৫০ বছরের মহিলাদের ক্ষেত্রে ধর্ষণের আলামত পাওয়া অনেক টাপ।

এদিকে বুধবার স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার জিহাদুল কবির জানায়, এ মামলায় আসামি পক্ষ যেহেতু নির্দিষ্ট কাউকে আসামি করেনি, তাই সবমিলিয়ে একটু সময় লাগছে। তবে আমরা আশাবাদি অতিদ্রুত এ মামলার রহস্য উদঘাটন হবে।

উল্লেখ্য ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তীকে ২১ জুলাই নিজ বাসায় জবাই করে নির্মম ভাবে হত্যা করা হয়েছে।

একই রকম খবর