চাঁদপুরে শিশুদের ভিটামিন এ খাওয়ানো উদ্বোধন করলেন মেয়র নাছির উদ্দিন

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ৮ উপজেলা ও পৌর এলাকার ২৩৪৯ টি কেন্দ্রে গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৩ লাখ ২৮ হাজার ৭২৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

সকালে শহরের কালিবাড়ী চত্ত্বরে শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো দিয়ে উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ একেএম মাহাবুবুর রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, মহিল কাউন্সিলর ফরিদা ইলিয়াছ প্রমূখ।
ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজে জেলায় ৩ হাজার ৬শ’ ৫৫জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।

একই রকম খবর