চাঁদপুরে শ্রী শ্রী শিব মন্দিরের উদ্বোধন

ইব্রাহীম খান : চাদপুর শহরের পুরনবাজার শিব মন্দিরের আয়োজনে রোববার (১৩ মে) সন্ধ্যা ৭টায় শ্রী শ্রী শিব মন্দির ও শিব বিগ্রহ প্রতিষ্ঠা’র শুভ উদ্বোধন উপলক্ষে ধর্মীয় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।

এসয় তিনি বলেন, বাংলাদেশে এখন সব ধর্মের মানুষ ভালো এবং সুখ শান্তিতে আছে। কাউকে এখন আর বৈষম্যর শিকার হতে হয় না। সরকার সব ধর্মের লোকদের সমান সুযোগ সুবিধা দিচ্ছে। এবং সব ধর্মেন মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছ। সবদিকে দেশ এখন এগিয়ে যাচ্ছে। আর এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আবারো বর্তমান সরকারকে ক্ষমতায় আনতে হবে।

শিব মন্দির কমিটির সভাপতি শ্রী শিবু কুমার দাসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শ্যামল দাসের পরিচালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদজাপন পরিষদের সহ-সভাপতি নরেন্দ্র নারায়ন, পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী রনজিৎ পাল।

একই রকম খবর

Leave a Comment