চাঁদপুরে সংগীত নিকেতনের বর্ষবরণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে সংগীত নিকেতনের আয়োজনে বর্ষবরণ হয়েছে। এ উপলক্ষে ১৬ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা, চিত্র প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও বিচিত্রানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৈকালীন অনুষ্ঠানের উদ্বোধন করেন লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস মিয়া।

এরপর সন্ধ্যায় সংগীত পরিবেশনের পর সন্ধ্যায় সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহমেদ।

সংগঠনের সাধারণ সম্পাদক জীবন কানাই চক্রবর্তীর সভাপতিত্বে ও অধ্যক্ষ স্বপন সেনগুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, ব্যবসায়ী পরেশ মালাকার, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চাঁদপুর শাখার সভাপতি মো. ফারুক আহমেদ, চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক রূপক রায়।

চিত্রপ্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, চিত্রাঙ্কন বিভাগের প্রধান অমল সেনগুপ্ত, সহকারি পলাশ সেন।

একই রকম খবর

Leave a Comment