স্টাফ রিপোর্টার : চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মোঃ মিজানুর রহমান বলেছেন, সপ্তরূপা নৃত্য শিক্ষালয়টি যেভাবে পুলিশকে সম্মানিত করছে, তা মাইলফলক। এতে যারা আইন-শৃঙ্খলাবাহিনীতে নিয়োজিত তারা তাদের দায়িত্ব পালনে আরো উৎসাহী হবে। সেই সাথে যেই পুলিশ সদস্যরা সম্মানিত হচ্ছেন না, তারাও অনুপ্রাণিত হবে।
শনিবার (২৭ জুলাই) চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে সন্ধ্যায় সপ্তরূপা নৃত্য শিক্ষালয় কর্তৃক জেলার শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সপ্তরূপা সংগঠনটি প্রায় ৩২ বছর যাবৎ যেভাবে নৃত্য শিক্ষা দিয়ে যাচ্ছে। তা অনেক নৃত্য সংগঠন করতে পারছে না। চাঁদপুরের মানুষও তাই এ সংগঠনটিকে খুব ভালোবাসে। আমি জেলা পুলিশের পক্ষ থেকে এই সংগঠনটিকে আজকের এ ধরণের প্রশংশনীয় উদ্যোগ নেওয়ায় আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে জেলা পুলিশের যারা আজকে এই সংগঠনের মাধ্যমে সম্মানিত হয়েছেন, তাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সংবর্ধিত পুলিশ সদস্যরা হলেন : ফরিদগঞ্জ থানার কনস্টেবল মোঃ ফখরুল ইসলাম, হাইমচর থানার কনস্টেবল মোঃ মনির হোসেন, কচুয়া থানার কনস্টেবল মোঃ আব্দুল মতিন, সদর মডেল থানার কনস্টেবল রতন কুমার লোদ, পুলিশ লাইন্সের নারী কনস্টেবল স্বপ্না আক্তার, সুবর্না রানী সরকার, চাঁদপুর সদর কোর্টের নারী কন্সটেবল শাকিলা আফরোজ, পুলিশ অফিসের গোপনীয় শাখার নারী কন্সটেবল সুইটি আক্তার।
এদেরকে সম্মাননা স্মারক তুলে দেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মোঃ মিজানুর রহমান।
সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ অনিমা সেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি মুক্তা পীযূষ, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম।
প্রথমেই আগে কয়েক’শ দর্শকের উপস্থিতিতে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের শিক্ষার্থীরা একক ও দলীয় নৃত্য পরিবেশন করেন।