চাঁদপুরে সপ্রাবিতে ক্রীড়া সামগ্রি বিতরণ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সরকারের ২০১৮-১৯ অর্থ বছরের এডিপির (বিশেষ থোক বরাদ্দ) অর্থায়নে চাঁদপুর সদর উপজেলাধীন সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোতে ক্রীড়া সামগ্রী (জার্সি ও ফুটবল) বিতরণ রোববার (১৪ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ক্রীড়া সামগ্রি বিতরণ করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।

চাঁদপুর সদর উপজেলার শিক্ষা অফিসার নাজমা বেগমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ ও অভিবাবকবৃন্দ।

একই রকম খবর