চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান স্বাক্ষরিত এক আদেশে আগামীকাল ২৪ মে চাঁদপুরের ২৭ টি সরকারি-বেসরকারি স্কুল,কলেজ ও মাদ্রাসায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা কেন্দ্রে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে ।
গত ২১ মে তিনি এ আদেশ জারি করেন । আদেশে বলা হয়েছে ,পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্র এবং কেন্দ্রের চারিদিকে ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা পরিচালনার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারী/ব্যক্তিবর্গ ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না । এ আদেশ লংগনকারীদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে ।
এদিকে চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৪ মে) সকাল ১০ টায় অনুষ্ঠিত হচ্ছে ।
সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে । এতে পরীক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৪ শ ৬৫ জন। বিষয়টি চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে জানিয়েছেন। তথ্যমতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ নিয়োগের প্রথম ধাপে আগামিকাল শুক্রবার (২৪ মে) অনুষ্ঠিত হবে।এতে পরীক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৪শ’৬৫ জন।
চাঁদপুর সদরের ২৭ টি সরকারি-বেসরকারি স্কুল,কলেজ ও মাদ্রাসার ৩শ ৭৪টি কক্ষে এ পরীক্ষার হবে। প্রবেশপত্রের জন্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায় , স্ব স্ব বৈধ প্রার্থীর বেলায় মোবাইলে মেসেজের মাধ্যমে কোড নম্বরে প্রার্থী নিজ দায়িত্বে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।